-
অ্যাফিলিয়েট পার্টনার কে অবশ্যই বায়োডিকশনারিটি নিজে ক্রয় করতে হবে। কোনো গিফটেট / ফ্রী একাউন্ট এফিলিয়েশনের আওতাভুক্ত হবে না।
-
অ্যাপ বিক্রির জন্য কোনোরূপ মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। কোনো অ্যাফিলিয়েট মেম্বারের বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ আসলে Apar's Classroom কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত
নিবেন তাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
-
অ্যাফিলিয়েশন টোকেন / লিংকের কোনোরূপ পরিবর্তন / পরিমার্জন করা যাবে না। এরূপ করলে স্বয়ংক্রিয় সিস্টেমে অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে।
-
অ্যাপের সোর্স কোডে পরিবর্তন / পরিমার্জন করা যাবে না কোনো ভাবেই।
-
প্রত্যেকের অ্যাফিলিয়েট লিংক থেকে কোনো পারচেস হলে তার হিসাব এই এফিলিয়েট ড্যাশবোর্ডে ৫ সেকেন্ডের মধ্যে চলে আসবে। টেকনিক্যাল ইস্যু / সিকিউরিটি চেকের কারণে কিছুটা সময়
লাগতে পারে। তাই এক্ষেত্রে ধৈর্য্য ধারণ করা আবশ্যক।
-
এই ড্যাশবোর্ড / অ্যাপের পাসওয়ার্ড কখনোই অন্য কাউকে শেয়ার করা যাবেনা। এরূপ করলে তার এফিলিয়েশন এবং অ্যাপ অ্যাক্সেস সাথে সাথে বাতিল করা হবে।
-
এফিলিয়েট ওয়ালেটে কমপক্ষে ২০০ টাকা জমা হলেই ক্যাশ আউটের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
-
ক্যাশ আউটের জন্য যোগ্য যেই মাসে হবেন সেই মাসের পরবর্তী মাসের ১-৭ তারিখের মধ্যে ড্যাশবোর্ডের বিকাশ নম্বরে টাকা চলে যাবে।
-
সরাসরি কোনো ক্রেতা আপনার Custom Affiliate Link ব্যবহার করে ক্রয় করলে তার ১৫% কমিশন আপনি পাবেন।
-
কোনোরূপ সমস্যায় অবশ্যই সকাল ৯ - রাত ৯ টা পর্যন্ত অ্যাফিলিয়েশন কন্ট্রোলারকে কল দিয়ে সমাধান করে নিতে হবে।
উপরিউক্ত Terms and Conditions যেকোনো সময় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন ও বাতিলের ক্ষমতা রাখে Apar's Classroom কর্তৃপক্ষ। প্রয়োজন বোধে Apar's Classroom কর্তৃপক্ষ এই এফিলিয়েশন পদ্ধতিও বন্ধ করে দেওয়ার অধিকার রাখেন।
বি.দ্র. কোনো অ্যাপ ব্যবহারকারী যদি এই অ্যাফিলিয়েট পার্টনার না হতে চায় তবে অবশ্যই অ্যাপে প্রথমবার লগইনের ২৪ ঘন্টার মধ্যে অ্যাফিলিয়েশন কন্ট্রোলারকে কল দিয়ে তার অ্যাফিলিয়েশন বাতিল করতে হবে।