ASG Moderator Requirement Form

Apar's Students Group এখন ১ লক্ষ ২১ হাজার সদস্যের পরিবার। আমাদের এই বিশাল পরিবারের ব্যবস্থাপনায় রয়েছে এডমিন ও মডারেটররা। তুমিও কি চাও ASG কন্ট্রোল প্যানেলের সাথে কাজ করতে? এবার সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার, আমাদের সাথে যুক্ত হতে নিচের স্টেপ গুলো ফলো করো।

মডারেটর নিয়োগের জন্য প্রার্থীর শর্তাবলীঃ


Moderator কিভাবে যেভাবে সিলেক্ট করা হবে :

  1. ১. প্রথমত গ্রুপে ইশতেহার মূলকপোস্ট দিতে হবে। ইশতেহারের পোষ্টে ফ্রেন্ডের মেনশন ও শেয়ার দিতে হবে।
    ⏩পোস্টে যা যা থাকবে (নাম/কলেজ/ ব্যাচ/ জীবনের লক্ষ্য / এই প্লাটফর্মকে কিভাবে উন্নত করার ইচ্ছা/যদি বাড়তি কিছু যোগ্যতা থাকে সেগুলো / প্রার্থীর ছবি (optional)। ইশতেহারের পোস্টে ক্যাপশনে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবে (#ASG_Control_Panel_Candidate) দিতে হবে।

  2. ২. একটি ফর্ম পূরণ করতে হবে। যেখানে আমরা সব কিছু ইনফরমেশন নিব। ফর্মে অবশ্যই ইশতেহারের পোষ্টের লিংক দিয়ে পূরণ করতে হবে।
    ⏩ তোমার দেওয়া ইশতেহারের পোস্টে গ্রুপের অন্য সদস্যদের রেসপন্স কেমন সেটার প্রতি নজর দেওয়া হবে সেক্ষত্রে তুমি তোমার ফ্রেন্ডের মেনশন দিতে পারো। ফর্মে দেওয়া তোমার স্কিল ও ইনফরমেশন এর উপর ভিত্তিতে আমরা মডারেটর সিলেক্ট করবো।
কয়জনকে সিলেক্ট করা হবেঃ

প্রথমত আমরা তোমার পোষ্টের রেসপন্স ও ফর্মে দেওয়া স্কিল এর উপর বেশ কয়েকজন কে সিলেক্ট করবো। যারা সিলেক্ট হবে তাদের মধ্যে থেকে ASG কন্ট্রোল প্যানেল সহ আমাদের অন্যান্য টিমে জয়েন করার সুযোগ থাকবে।

ইশতেহারের পোস্ট দেওয়া শুরু এখন থেকে, শেষ সময় 30 তারিখ পর্যন্ত।


সবার জন্য শুভকামনা রইলো।

নুমেরি সাত্তার অপার

CEO, Apar's Classroom

Personal information



Date of Birth *



College *



Select Your HSC Batch *



Phone Number *



Email Address *

Facebook ID Link *

তোমার গ্রুপে পোস্ট করা ইশতেহারের পোস্ট Link *



Which device do you use? *



Is it your personal device? *



Which Internet connection you use? *

Co-curricular Information

Leadership Experience

পূর্বে তোমার কোনো লিডারশিপের অভিজ্ঞতা থাকলে লিখ?



Notable Achievements

তোমার কোনো গুরুত্বপূর্ণ অর্জন থাকলে তা এখানে লিখবে।



Previous success story

পূর্বে তোমার কোনো সাফল্যের গল্প থাকলে তা এখানে লিখবে।



Previous Results *

তোমার JSC, SSC এর ফলাফল কিংবা কোনো বৃত্তি, সকল কিছু এখানে লিখবে।

Skills & Others

👉 তোমার কি কি স্কিল রয়েছে ? *



Creative Work Show

👉 তোমার ক্রিয়েটিভ কোন কাজের ড্রাইভের লিঙ্ক (যদি থাকে)



👉 তুমি কি পরিমাণ মিশুক? * (Out of 1 to 10)



👉 তুমি কতদিন পূর্বে ASG তে যুক্ত হয়েছ? *



👉 তুমি কি আমাদের সকল প্রকার মিটিং এ টাইমলি থাকতে পারবে? *



👉 তুমি কি অন্য কোন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করো? *



👉 তুমি যদি ASG তে অন্য কোন টীমের সাথে যুক্ত থাকো তবে তার নাম লিখ।



👉 তুমি যদি ASG Admin বা Moderator হও তাহলে দৈনিক অনলাইনে কতক্ষণ সময় ব্যয় করতে পারবে? *

Essay Writing

ASG নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনা এবং তুমি কিভাবে ASG কে এগিয়ে নিয়ে যেতে চাও তা সুন্দর করে গুছিয়ে একটি Essay লিখ।