Anti-Piracy Laws | Apar's Classroom

কপিরাইট আইন, ২০০০ লঙ্ঘনজনিত শাস্তি!

৮২। কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘনজনিত অপরাধ

অপরাধ শাস্তি
যে ব্যক্তি বেআইনি ভাবে এই বইটি কোনো ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতরণ করবেন (যেমন Facebook, Twitter, Instagram ইত্যাদি) বা কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করবেন বা করিতে সহায়তা করবেন: তিনি অনূর্ধ্ব চার বৎসর কিন্তু অন্যূন ছয় মাস মেয়াদের কারাদন্ড এবং অনূর্ধ্ব দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।
যে ব্যক্তি বেআইনি ভাবে এই বইটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিতরণ করার চেষ্টা করবেন (যেমন YouTube, E-mail, WhatsApp, IMO, Viber, ইত্যাদি) বা কোনো কর্মের কপিরাইট ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করবেন বা করিতে সহায়তা করবেন: তিনি অনূর্ধ্ব চার বৎসর কিন্তু অন্যূন ছয় মাস মেয়াদের কারাদন্ড এবং অনূর্ধ্ব দুই লক্ষ টাকা কিন্তু অন্যূন পঞ্চাশ হাজার টাকার অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।

৮৩। দ্বিতীয় বা পরবর্তী অপরাধের বর্ধিত শাস্তি

যে ব্যক্তি ৮২ ধারার অধীনে দন্ডিত হইয়া পুনরায় অনুরূপ কোন অপরাধে দন্ডিত হইলে তিনি দ্বিতীয় এবং পরবর্তী প্রত্যেক অপরাধের জন্য অনূর্ধ্ব তিন বৎসর কিন্তু অন্যূন ছয় মাসের কারাদন্ড এবং অনূর্ধ্ব তিন লক্ষ টাকা কিন্তু অন্যূন এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।


কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ দ্বারা ধারা “৮২” প্রতিস্থাপিত। কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ দ্বারা ধারা “৮৩” এর প্রথম শতাংশ প্রতিস্থাপিত।