কোর্সটি সম্পর্কে
ভার্সিটির বায়োলজি প্রস্তুতি কোর্স
ভার্সিটির বায়োলজিতে ফুল কমন পেতে চাও?
Physics, Chemistry, Math পড়ে পড়ে বায়োলজি পড়ার সময়ই পাও না?
তাহলে এটাই তোমার কোর্স।
তুমি যদি শুরু থেকেই গোছানোভাবে পড়তে চাও,
একটা একটা টপিক ধরে,
বারবার গাইডলাইন নিয়ে,
পুরো বায়োলজি কাভার করতে চাও—
তাহলে এই কোর্স তোমার জন্য।
তুমি জানো, বায়োলজি ছাড়া ভার্সিটিতে চান্স পাওয়ার কথা ভাবাই যায় না।
তুমি বোঝো, সিলেবাস বিশাল না হলেও যেটুকু আছে সেটা সময়মতো শেষ না হলে বিপদ।
তুমি চাও এমন একটা প্ল্যান,
যেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবে।
এই কোর্সে যা থাকছে
- ১৮টি ক্লাস
- শর্ট সিলেবাস পুরো কাভার—যেটুকু পড়লেই ভার্সিটির প্রশ্ন কমন পড়ে
- ১০টি এক্সট্রা ক্লাস (মেডিকেল বা কৃষি ইউনিটের জন্য বাড়তি প্রস্তুতি)
- রিটেনের স্পেশাল ক্লাস — প্রশ্ন বুঝে গঠন, কাঠামো, ভাষার অনুশীলন
- প্রতিটি ক্লাসে কনসেপ্ট আলোচনা, MCQ কুইজ, পূর্বের প্রশ্ন এনালাইসিস
- স্পষ্ট রিভিশন প্ল্যান
⏳ সময়সীমা
পুরো কোর্স চলবে তিন মাস
তিন মাস পরে তুমি বুঝবে, বায়োলজি আসলে কঠিন ছিল না—
তুমি শুধু গাইডলাইন পাচ্ছো না এতদিন।
- প্রতিটি ক্লাস শেষে কুইজ
- প্রতিটি অধ্যায়ের পর মডেল MCQ
- রিভিশন ও ভুল ধরিয়ে দেওয়ার স্পেশাল সেশন
🎯 কারা এই কোর্স করবে
- যাদের বায়োলজিতে অনেক গ্যাপ আছে
- যারা শুরু থেকেই গোছানোভাবে প্রস্তুতি নিতে চায়
- যারা চায় সব পড়া একসাথে গুছিয়ে চান্স নিশ্চিত করতে
- যারা Physics, Chemistry, Math নিয়ে ব্যস্ত — তাদের জন্য সবচেয়ে দরকারি
🤔 কেন করবে
- কারণ এটা কোনো এলোমেলো কোর্স না
- তুমি প্ল্যান অনুযায়ী এগোবে
- প্রতিটা ক্লাসে বুঝে যাবে তুমি কোথায় দাঁড়িয়ে
- MCQ ভিত্তিক প্রশ্ন, ব্যাখ্যা, প্র্যাকটিস থাকবে
- রিটেনেও আলাদা ফোকাস থাকবে
- সব এক জায়গায়
✅ শেষ কথা
চান্স পাওয়ার প্রস্তুতি শুরু হয় আগে থেকেই।
যারা আগে থেকেই সিরিয়াস হয়, তারাই আগে ফল পায়।
এই কোর্স শুরু মানে শুধু পড়া না,
এই কোর্স শুরু মানে একটা গাইডেড রুটিন,
যেখানে ভুলে যাওয়ার জায়গা নেই।
তুমি যদি চাও গোছানো প্রস্তুতি,
তাহলে এই কোর্স তোমার জন্য।
এটাই সেই কোর্স — যা তোমাকে বাঁচাবে, যখন সবাই বলবে, “বায়োলজির জন্যই পিছিয়ে গেছো।”
সচরাচর জিজ্ঞাসা :
বি.দ্র. কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও :
https://www.youtube.com/watch?v=ji7epk_R20U