যেহেতু HSC 2021 ব্যাচের মেডিক্যাল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হচ্ছে সেহেতু সমূহ সিওর সম্ভাবনা HSC 2022 ব্যাচেও মেডিক্যাল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসেই হবে। তাই আমাদের দরকার অগ্রিম প্রস্তুতি। কোর্সটি সম্পূর্ন সিলেবাসের জন্য এমনভাবেই সাজানো হয়েছে যে ৭মাসে তোমাদের মেডিক্যালের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে। ...